ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমাদের মধ্যে অনেক পার্থক্য থাকলেও আমরা পরস্পরের শত্রু নই। বিভিন্ন দাবি-দাওয়া থাকলেও কথা বলা, কাজকর্ম ও ধর্মের অধিকারের জায়গায় সবাই এক।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও মুসলিমসহ বিভিন্ন ধর্মের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, আমাদের নানামত, ধর্ম ও রীতিনীতি থাকবে। তবে আমরা সবাই একই পরিবারের সদস্য। জাতীয়তা ও পরিচয়ের প্রশ্নে সবাই এক জায়গায়। যত দ্রুত সম্ভব আমাদের ঐক্যের বাংলাদেশ গড়তে হবে। এত বড় দেশে কোনো ঘটনা ঘটতে পারে, তবে দোষীকে অবশ্যই বিচারের আওতায় আনা হবে।
তিনি আরও বলেন, এবারের দুর্গাপূজা পুরো জাতীয় উৎসবে পরিণত হয়েছিল। তবে এখনও সংখ্যালঘুদের ওপর হামলা হচ্ছে বলে শুনতে পারছি। এটা থেকে কীভাবে উদ্ধার করা যায়, সেজন্য আলোচনায় বসেছি। প্রচারমাধ্যমে এই ইস্যু নিয়ে নানা তথ্য প্রচার হচ্ছে। একটির সাথে আরেকটির তথ্যের ফারাক রয়েছে। সেখানে সঠিক তথ্য কীভাবে পাবো, তার ব্যবস্থা করতে হবে। সরকারি তথ্যে অনেক সময় ভুল থাকে। আমরা আসল তথ্য জানতে চাই। এ সময় প্রকৃত তথ্য ও সত্য জানার প্রক্রিয়া প্রতিষ্ঠা করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের উদ্দেশ্য করে প্রধান উপদেষ্টা বলেন, আপনাদের কথা বলে সন্তুষ্ট করে আজকের মতো বিদায় দিয়ে দিলাম তা নয়। এটি দ্রুতই করতে হবে। ভবিষ্যতের দিকে আমাদের তাকিয়ে থাকলে হবে না।
সংখ্যালঘু ইস্যুতে অবাধ, সত্য তথ্য কীভাবে সংগ্রহ করা যায়, সে বিষয়ে ধর্মীয় নেতাদের পরামর্শ চান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।