পিরোজপুরের কাউখালীতে আমন ধান আবাদ বৃদ্ধি ও বসতবাড়িতে নারিকেলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে আমন বীজ ও রাসায়নিক সার এবং নারিকেল চারা বিতরণ করা হয়।
২৪ জুন, সোমবার উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে প্রণোদনার পণ্য তুলে দেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিঞা, ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা ইয়াসমিন পপি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোমা রানী দাস, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান লাইকুজ্জামান তালুকদার মিন্টুসহ শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।
প্রণোদনা কর্মসূচিতে ২ হাজার কৃষকের প্রত্যেককে ৫ কেজি আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
এছাড়া একই কর্মসূচির আওতায় ৭০০ জন কৃষকের প্রত্যেককে পাঁচটি করে মোট ৩ হাজার ৫০০ টি উন্নত জাতের নারিকেল চারা বিতরণ করা হয়।