দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল সামরিক আইন ঘোষণার জন্য ক্ষমা চেয়েছেন এবং জানিয়েছেন যে, এমন কোনো আদেশ আর কখনো দেওয়া হবে না।
সামরিক আইন ঘোষণার পর মঙ্গলবার রাতে ন্যাশনাল অ্যাসেম্বলি তা দ্রুত বাতিল করার পর থেকেই প্রেসিডেন্ট ইউন অভিশংসনের মুখোমুখি হয়েছেন।
প্রেসিডেন্টের ওই ভাষণের প্রতিক্রিয়ায়, তার শাসকদল পিপল পাওয়ার পার্টি (পিপিপি)-এর নেতা সাংবাদিকদের বলেছেন যে, ইউনের পক্ষে স্বাভাবিক দায়িত্ব পালন করা আর সম্ভব নয়।
“তার আগাম পদত্যাগ অনিবার্য,” বলেছেন হান ডং-হুন।
ইউন তার সংক্ষিপ্ত টেলিভিশন ভাষণে বলেছেন “আমি অত্যন্ত দুঃখিত এবং শোকাহত মানুষদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। সামরিক আইন ঘোষণার বিষয়ে, আমি কোনো আইনি বা রাজনৈতিক দায় এড়াবো না।”
অনেকের ধারণা ছিল যে, সামরিক আইন ঘোষণার পর প্রেসিডেন্ট তার প্রথম জাতির উদ্দেশে ভাষণে পদত্যাগের ঘোষণা দেবেন। কিন্তু তিনি তা করেননি।
বরং তিনি বলেছেন যে, পরিস্থিতি স্থিতিশীল করার দায়িত্ব তিনি তার শাসক দলের উপর ছেড়ে দেবেন। তবে তিনি অভিশংসনের বিষয়ে কোনো মন্তব্য করেননি।
বিরোধী দল শনিবার ইউনকে অভিশংসনের জন্য দাবি তোলে। এটি পাশ হতে হলে ৩০০ আসনের ন্যাশনাল অ্যাসেম্বলিতে অন্তত দুই-তৃতীয়াংশ সমর্থন লাগবে।
সংসদে মি.ইউনের দলের সদস্য রয়েছেন ১০৮ জন। অর্থাৎ অভিশংসন করতে হলে প্রেসিডেন্ট ইউনের দলের অন্তত আটজন সদস্যকে অভিশংসন প্রস্তাবের পক্ষে ভোট দিতে হবে।
বিরোধী নেতা লি জে-মিউং বলেছেন, শুক্রবার প্রেসিডেন্ট ইউনের মন্তব্যে তিনি হতাশ হয়েছেন এবং তার এই ঘোষণা জনসাধারণের ক্ষোভ বাড়বে এবং মানুষ ভাবতে শুরু করবে তাদের সাথে বিশ্বাসঘাতকতা হয়েছে।
লি আরো বলেছেন যে, তিনি প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করতে তার সর্বোচ্চ চেষ্টা করবেন। তার মতে, “বর্তমানে প্রেসিডেন্টের অস্তিত্বই দক্ষিণ কোরিয়ার জন্য সবচেয়ে বড় ঝুঁকি।”