প্রথম দফায় বদলে যাচ্ছে যেসব নোট

 


বদলে যাচ্ছে নোটের ডিজাইন। সেখানে বাদ পড়তে পারে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। থাকতে পারে জুলাই বিপ্লবের গ্রাফিতি। এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি বাংলাদেশ ব্যাংক। তবে মুখপাত্র নিশ্চিত করেছেন, ৬ মাসের মধ্যে নতুন ডিজাইনের নোট বাজারে আসবে। প্রস্তুতিও শুরু করেছে টাকশাল। প্রথম দফায় বদলাচ্ছে ২০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোট।

জুলাই বিপ্লবের আগে-পড়ে নজর কেড়েছে দেয়ালে আঁকা দুর্দান্ত সব গ্রাফিতি। এটি মূলত পশ্চিমা পথশিল্পের জনপ্রিয় চর্চা। যেখানের লেখাজোখা দর্শককে আঘাত করবে, বিব্রত করবে, প্রশ্ন করবে সরকার-দেশ-জাতি-রাষ্ট্র-ধর্ম সবকিছু নিয়ে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকে এই গ্রাফিতি এখন বেশ জনপ্রিয় বাংলাদেশে।

ধারণা করা হচ্ছে, এসব শিল্পকর্মকে স্থায়ী রূপ দেবে বাংলাদেশ ব্যাংক। টাকার নতুন ডিজাইনে উঠে আসতে পারে এই পথনকশা। সাথে দেশের গুরুত্বপূর্ণ সব স্থাপনার ছবি। নতুন নোট ছাপানো নিয়ে এরই মধ্যে কাজ শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা ও নকশা উপদেষ্টা কমিটি। যেখানে চিত্রশিল্পীরাও আছেন। সরকার টাকার নকশা চূড়ান্ত করলেই ছাপানোর কাজ শুরু করবে সিকিউরিটি অ্যান্ড প্রিন্টিং প্রেস বা টাকশাল।

নোটের নকশা চূড়ান্ত হলে বিশেষ কাগজ ও কালির জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়। ছাপার মূল প্লেট আসে বিদেশ থেকে। তারপরই প্রিন্টিংয়ের কাজ শুরু করে টাকশাল।