আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে পূর্ব ঘোষিত গণজমায়েতে অংশ নিতে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে জড়ো হচ্ছেন গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের নিয়ে গঠন করা সংগঠন ‘মায়ের ডাক’ এর কর্মী-সমর্থকরা।
আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টার আগে থেকেই তাদের জমায়েত হতে দেখা গেছে। এ অবস্থায় এলাকাজুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, জাতীয় জাদুঘরের মূল ফটকের সামনে শতাধিক তরুণ-তরুণী জড়ো হয়েছেন। তার ঠিক সামনেই অবস্থান করছেন পুলিশ সদস্যরা। সেখানে রাখা হয়েছে একটি জলকামান এবং এপিসি (আর্মাড পার্সোনাল ক্যারিয়ার)। এ ছাড়া সাদা পোশাকেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান দেখা গেছে।
আয়োজকরা জানান, ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে এ গণজমায়েতের ঘোষণা দেওয়া হয়েছে। মূলত জুলাই গণহত্যা, জোরপূর্বক গুম, ক্রসফায়ার, পুলিশি হেফাজতে নির্যাতন ও মৃত্যু, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা গণহত্যা, মোদিবিরোধী আন্দোলন, ডিএসএসহ বিভিন্ন সময়ে আওয়ামী ফ্যাসিবাদী জুলুমের প্রতিবাদ জানাতে ভুক্তভোগীরা গণজমায়েতে অংশ নেবেন। এতে সারাদেশ থেকে ভুক্তভোগী ব্যক্তি তাদের অভিজ্ঞতার স্মৃতিচারণ এবং বিচারের দাবি জানাবেন।
দুপুর সাড়ে ১২টায় গণজমায়েতের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা রয়েছে।