বাংলাদেশ ট্রাক ও কাভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়নের সভাপতি তালুকদার মো. মনির হোসেনকে গ্রেপ্তারের প্রতিবাদে আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর তেজগাঁও সাতরাস্তা মোড় অবরোধ করেন পরিবহনশ্রমিকেরা
বাংলাদেশ ট্রাক ও কাভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়নের সভাপতি তালুকদার মো. মনির হোসেনকে গ্রেপ্তারের প্রতিবাদে এক ঘণ্টার বেশি সময় রাজধানীর তেজগাঁও সাতরাস্তা মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন পরিবহনশ্রমিকেরা। আজ মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে তাঁরা সাতরাস্তা মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে রাত সোয়া আটটার দিকে তাঁরা সড়ক ছেড়ে দেন।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী শামীমুর রহমান প্রথম আলোকে বলেন, পরিবহনশ্রমিকদের এক নেতা পল্টন থানা–পুলিশের হাতে গ্রেপ্তার হন। ওই নেতা হত্যা মামলার আসামি। এর জেরে কিছু শ্রমিক সড়ক অবরোধ করেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে তাঁরা নিজেরাই সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে বাংলাদেশ ট্রাক ও কাভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলমগীর প্রথম আলোকে বলেন, ‘মনির হোসেনকে গ্রেপ্তারের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কিছু পরিবহনশ্রমিক সড়কে নেমেছিলেন। পরে আমরা