ময়না দ্বীপ ঘুরে দেখা যায়, কিছু পাখি ঝাঁক বেধে আপন মনে সাঁতার কাটছে। কিছু কচুরিপানা ও শাপলার পাতায় আপন মনে বিশ্রাম নিচ্ছে। কিছু আবার আকাশে উড়ছে। আবার পরক্ষণেই ঝাঁপ দিচ্ছে জলে। পাখির কিচিরমিচির শব্দে মুখর চারদিক। সবুজ গাছপালা আর দিনভর ময়না দ্বীপের জলে পাখিদের ভেসে বেড়ানো ও জলকেলি খেলা চলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যা হলে পাখিগুলো আশ্রয় নিচ্ছে ময়না দ্বীপের গাছে। সাধারণত সেপ্টেম্বর-অক্টোবর মাস থেকে অধিকাংশ হাঁসজাতীয় পাখিরা আসতে শুরু করে। তবে ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত সবচেয়ে বেশি সংখ্যক পাখি দেখা যায়। সকাল দুপুর বিকেলে পাখির ওড়াউড়ি আর জলকেলিতে মুগ্ধ হন বেড়াতে আসা পর্যটকরা। অনেকেই ছবি তোলেন আবার কেউ পাখির ওড়া উড়ির দৃশ্য ভিডিও ধারণ করেন।
বিশ্ববিদ্যালয়ের ইনভারমেন্টাল সাইন্স ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস সৌরভী ঢাকা পোস্টকে বলেন, আমি বিশ্ববিদ্যালয়ের হলে থাকি। সকালে পাখির কিচিরমিচির ডাকে আমরা ঘুম থেকে জাগি। অতিথি পাখির এ কলকাকলি ক্যাম্পাসকে মুগ্ধ করে রাখে এবং প্রতিটি শিক্ষার্থী এতে মুগ্ধ হয়ে উপভোগ করে। এতে করে আমাদের ক্যাম্পাসের সৌন্দর্য বহুগুণ বেড়ে যায়।
ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী খালেদ মাহমুদ ফুয়াদ ঢাকা পোস্টকে বলেন, আমাদের ক্যাম্পাসের সব থেকে সুন্দর দিক হলো শীতকালে অতিথি পাখির আগমন। এই অতিথি পাখিকে উপলক্ষ্যে ক্যাম্পাসে দর্শনার্থীর সংখ্যা আগের থেকে বেড়ে গেছে। নোয়াখালী ও তার আশপাশের মানুষেরা অতিথি পাখি দেখতে আসে এতে আমাদেরও ভালো লাগে। আমাদের উচিত এই সৌন্দর্য ধরে রাখা। সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনেরও উচিত অতিথি পাখি সংরক্ষণে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য।
বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা. ইসমত আরা পারভিন তানিয়া ঢাকা পোস্টকে বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে পরিযায়ী পাখি আসতে শুরু করেছে। মেডিকেল সেন্টার ময়না দ্বীপের সঙ্গে হওয়ায় আমরা সব সময় তাদের কিচিরমিচির শব্দ শুনি। আমাদের অন্যরকম ভালো লাগা কাজ করে যা কখনো বলে বুঝানো যাবে না।
বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. নাহিদ আক্তার ঢাকা পোস্টকে বলেন, পরিযায়ী পাখি আড়াল পছন্দ করে। তারা মানুষ দেখলে ভয় পায়। তারা পোকামাকড় আর নতুন জন্ম নেওয়া উদ্ভিদ ও উদ্ভিদাংশ খেয়ে থাকে। তাদের আবাসস্থল যদি নিরাপদ হয় তাহলে তারা আমাদের কাছে থাকবে, না হয় চলে যাবে। যেহেতু তারা অতিথি তাই তাদের নিরাপদ আবাসস্থল তৈরিতে সবার কাজ করা উচিৎ।
বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. নাহিদ আক্তার ঢাকা পোস্টকে বলেন, পরিযায়ী পাখি আড়াল পছন্দ করে। তারা মানুষ দেখলে ভয় পায়। তারা পোকামাকড় আর নতুন জন্ম নেওয়া উদ্ভিদ ও উদ্ভিদাংশ খেয়ে থাকে। তাদের আবাসস্থল যদি নিরাপদ হয় তাহলে তারা আমাদের কাছে থাকবে, না হয় চলে যাবে। যেহেতু তারা অতিথি তাই তাদের নিরাপদ আবাসস্থল তৈরিতে সবার কাজ করা উচিৎ।