ইতালি প্রতিনিধিঃ
বৈধপথে রেমিটেন্স প্রেরণ উৎসাহিত করতে রোমস্থ বাংলাদেশ দূতাবাস একজন মহিলাসহ ৫ জন প্রবাসী বাংলাদেশীকে “রেমিট্যান্স পুরস্কার” প্রদান করেছে।
মঙ্গলবার দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়।
ইতালি থেকে বাংলাদেশে জুলাই ২০২২ থেকে জুন ২০২৩ সময়ের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী হিসেবে তাঁদেরকে এ পুরস্কার প্রদান করা হয়।
ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ মনিরুল ইসলাম এ পুরস্কার বিতরণ করেন।
দূতাবাস কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিল বাংলাদেশ সরকার কর্তৃক প্রবাসীদের জন্য গৃহীত বিভিন্ন সেবা এবং কার্যক্রম বিষয়ক আলোচনা, সর্বজনীন পেনশন স্কীমের সুবিধা এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়া সহজীকরণ, বৈধপথে রেমিটেন্স প্রেরণে সরকারের উদ্যোগসমূহ নিয়ে আলোচনা সভা এবং রেমিটেন্স পুরস্কার বিতরণ। রেমিট্যান্স পুরস্কার অর্জনকারী ব্যক্তিগণও অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন এবং এ স্বীকৃতি প্রদানের জন্য দূতাবাসকে আন্তরিক ধন্যবাদ জানান।
২০২৩ সালের “রেমিট্যান্স পুরস্কার” প্রাপ্ত ব্যক্তিরা হলেন: ব্যক্তি ক্যাটাগরি (পুরুষ) উদ্দিন জিয়া, মোঃ মাহফুজুল হক,মোঃ ওমর ফারুক, এবং ব্যক্তি ক্যাটাগরি (মহিলা) মেহেনাস তাব্বাসুম। প্রতিষ্ঠান ক্যাটাগরিতে কাফ পিসি পয়েন্ট এর স্বত্তাধীকারী নিবাশ চক্রবর্তী।
বৈধপথে রেমিট্যান্স প্রেরণকারীদের উৎসাহ প্রদানের লক্ষ্যে ২০১৯ সালে বাংলাদেশ দূতাবাস, রোম “রেমিট্যান্স পুরস্কার” চালু করে।
অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ এবং পুরস্কার প্রাপ্ত ব্যক্তিগণ স্বপরিবারে উপস্থিত ছিলেন।