বেনাপোল (যশোর) প্রতিনিধি :
বেনাপোল সীমান্তে র্যাবের অভিযানে ২৯৯ বোতল ফেন্সিডিলসহ সুমন রহমান (৩৫) নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে।
সোমবার ভোর ৩.৩৫ ঘটিকার সময় (১৮ মার্চ) বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী ইউনিয়নের পুটখালী গ্রামের জনৈক শহিদুল্লাহ’র বাড়ি হতে এ মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধারসহ তাকে আটক করেন র্যাব-৬, যশোর ক্যাম্পের সদস্যরা।
আটককৃত সুমন হোসেন যশোর জেলার বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়নের পুটখালী গ্রামের পশ্চিমপাড়ার হবিবর রহমানের ছেলে। তার বিরুদ্ধে ২টি মাদক ও ১টি বিস্ফোরক মামলা বিচারাধীন রয়েছে।
এ বিষয়ে র্যাব-৬, যশোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গোপন সংবাদের মাধ্যমে তথ্যপ্রাপ্ত হয় যে, বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী গ্রামের জনৈক শহিদুল্লাহ’র একতলা বিল্ডিং বাড়িতে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের নিমিত্তে মজুদ করছে। এমন প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে সেখানে অভিযান পরিচালনা করে সুমন হোসেন নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসাথে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে তাকে জিজ্ঞাসাবাদে তার দেখানো ও সনাক্তমতে উক্ত বিল্ডিং বাড়ির সিঁড়ির মাঝে রাখা খড়ের গাদার মধ্যে বিশেষ কায়দার লুকানো অবস্থায় ২টি বস্তার ভিতর বিশেষভাবে রক্ষিত ২৯৯ বোতল ফেন্সিডিল উদ্ধারপূর্বক জব্দ করা হয়। পরে, আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
তিনি আরও জানান, আটককৃত মাদক ব্যবসায়ী সুমন জানিয়েছে, সীমান্তবর্তী এলাকায় বসবাস হওয়ার সুযোগে সে বিভিন্ন অবৈধ পন্থায় স্বল্পমূল্যে মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয় করে দেশের বিভিন্ন জেলায় বেশি দামে বিক্রয় করে থাকে। তার চাচাতো ভাই শহিদুল্লীহ ঢাকায় গার্মেন্টসে চাকুরি করায় বাড়ি ফাঁকা থাকায় অতিরিক্ত নিরাপত্তার কারণে দীর্ঘদিন যাবত সে এভাবেই তার মাদক কারবার পরিচালনা করে আসছে।