কাপ্তাই প্রতিনিধি।
কাপ্তাই নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নাছির উদ্দিনকে নতুনবাজার বণিক কল্যাণ সমবায় সমিতির লিঃ পক্ষ হতে সংবর্ধনা দেয়া হয়।
মঙ্গলবার সকাল ১১ টায় কাপ্তাই নতুনবাজার বণিক কল্যাণ সমবায় সমিতি লিঃ পক্ষে হতে সমিতির কার্যালয়ে ফুল দিয়ে সংবর্ধনায় দেয়া হয়।
নতুনবাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. করিম উদ্দিনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মো. জয়নাল আবেদিন।
প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ নবনির্বাচিত চেয়ারম্যান মো. নাছির উদ্দিন।
উদ্বোধনী বক্তব্য রাখেন নতুনবাজার সমিতির সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াছ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৎস্য ব্যবসায়ী সমিতির সম্পাদক নবী হোসেন, কাপ্তাই উপজেলা সাবেক ছাত্রলীগ সভাপতি এম নুরু উদ্দিন সুমন,বিএফআইডিসি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ইউসুফ মিয়া, নতুনবাজার বণিক সমিতির সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক একরামুল হক, আব্দুল আলিম কালাম।
এসময় বণিক সমিতির সকল কমিটির সদস্য ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথিকে বণিক সমিতির ড্রেনসহ নানান বিষয়ে সমস্য তুলে ধরা হয়। তিনি কাপ্তাইয়ের মৌজাসহ মাদককে দূরীকরণে কাজ করার আশ্বাস দেন।