কাপ্তাই প্রতিনিধি।
রাঙামাটির কাপ্তাই থানা পুলিশ পৃথক অভিযানে ৪২ লিটার চোলাইমদসহ দুই কারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১১ জুন) মাদক আইনে মামলা করে রাঙ্গামাটি আদালতে সোপর্দ করা হয়েছে।
সোমবার রাতে কাপ্তাই থানার পুলিশ টিম গোপন সংবাদের ভিত্তিত্বে চন্দ্রঘোনা ৯নং ওয়ার্ড এলাকার থানাঘাট হতে মৃর্ত গোলাম হোসেনের ছেলে মো.খোরশেদ আলম(৩০) এবং চন্দ্রঘোনা ১নং ওয়ার্ড বারঘোনিয়া এলাকা হতে রাঙ্গুনিয়া সৈয়দ বাড়ী এলাকার কামাল উদ্দিনের ছেলে রনি(২৩)এ দুইজনের নিকট হতে ৪২ লিটার দেশিও তৈরি চোলাইমদসহ আটক করা হয়।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম(ওসি) জানান কাপ্তাই থানা পুলিশ টিম অভিযান চালিয়ে এই দুই কারবারিকে আটক করে এবং এদের মঙ্গলবার সকাল ১০ টায় রাঙ্গামাটি আদালতে সোপর্দ করা হয়েছে।