কাপ্তাই প্রতিনিধি।
ঈদুল আযহার ছুটিতে হাজারো পর্যটকের আগমন ঘটেছে রূপের রাণী রাঙামাটির কাপ্তাইয়ে।
অপরূপ সৌন্দর্য্যের লীলাভূমি কাপ্তাই বিনোদন কেন্দ্রগুলো ঈদে পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে।
কাপ্তাই উপজেলার অন্যতম জনপ্রিয় পর্যটন স্পট লেকভিউ পিকনিক স্পট, লেকশোর পর্যটন স্পট, প্রশান্তি পার্ক, জুম রেস্তোরা, রিভার ভিউ পার্ক,নৌ-বাহিনী,জীবতলীসহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে ভ্রমণ করছে পর্যটকরা।
নতুন রূপে সাজানো হয়েছে পর্যটনকেন্দ্র গুলোকে। কাপ্তাইয়ে নিস্বর্গ রিভার ভ্যালি, প্যানরমা জুম রেস্তোরা এন্ড পিকনিক স্পট, কাপ্তাই প্রশান্তি পার্কসহ প্রায় সবকটি পর্যটন কেন্দ্র বিভন্ন রঙে সাজানে হয়েছে ।
পরিষ্কার পরিছন্ন করে পর্যটক বরণে প্রস্তুত করে নিচ্ছে পর্যটন কেন্দ্রগুলো। অধিকাংশ পর্যটন কেন্দ্রে রয়েছে পর্যটকদের জন্য রাত্রি যাপনের সু ব্যবস্থা। সেই কটেজগুলোকে প্রস্তুত রাখা হয়েছে পর্যটকদের জন্য। চট্রগ্রাম পতেঙ্গা হতে ঘুড়তে আসা নুরু মোহাম্মদ, মনির হোসেন, ফিরোজ আলম জানান, কাপ্তাই পাহাড়, লেক এবং বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলো অসাধারণ।যতঘোরাঘুরি করি ততভাল লাগে। অসাধারণ কাপ্তাই। করাঙ্গুনিয়া হতে নাজমা আক্তার নাজু, চন্দ্রনাইশ হতে নুরে আরবী জানান, বেড়াতে এসেছি কাপ্তাইয়ে বেশ ভাল লেগেছে। তবে বৈরি আবহাওয়া ও থেমে থেমে বৃষ্টির কারনে নিজ বাড়িতে চলে আসতে হয়েছে।
কাপ্তাই নিসর্গ পড হাউস ও রেস্টুরেন্ট এর ম্যানেজার মো. মাসুদ তালুকদার জানান, ঈদের ছুটিতে এবার কাপ্তাইয়ে প্রচুর পর্যটক আসছে। শুক্রবার শনিবার আরো বেশি আসবে। পর্যটকদের সর্বোচ্চ আনন্দ দিতে আমরা প্রস্তুত রয়েছি।